খেলাধুলা

নাঈম-সানী-ফরহাদ জেতালেন গুলশানকে

নাঈম-সানী-ফরহাদ জেতালেন গুলশানকে

তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটে ভর করে দারুণ জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। বুধবার (১৯ মার্চ, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ২ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৯০ রান করে। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ৪৮.৩ ওভারে ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

গুলশানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন নাঈম ইসলাম, ইলিয়াস সানী ও ফরহাদ রেজা। নাঈম ৬০ বলে ৫০ রানের ইনিংস খেলেন। সানী ৬২ বলে করেন ৫৩ রান। শেষ দিকে ফরহাদ ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরার পুরস্কারটা তিনিই পেয়েছেন।

ভালো শুরু পেলেও বড় রান পাননি লিটন দাস। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩৩ রান করেন লিটন। এছাড়া ১৭ বলে ৩০ রান করেন জাওয়াদ আবরার। ব্রাদার্সের হয়ে ৪ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন সোহাগ গাজী। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২ উইকেট নেন শফিউল ইসলাম।

এর আগে তাদের ব্যাটিংয়ে আলো কেড়ে নেন বিশাল চৌধুরী। ডানহাতি ব্যাটসম্যান ৭৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন। ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে পূর্ণতা পেত। এছাড়া মিজানুর রহমান ৫০ এবং আইচ মোল্লা ৬৫ রান করেন। শেষ দিকে অলোকের ২৯ বলে ৩১ এবং সোহাগের ৮ বলে ১৭ রানের ইনিংসে তিনশর কাছাকাছি স্কোর পায় ব্রাদার্স। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বোলিংয়ে গুলশানের হয়ে ৩টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও আসাদুজ্জামান পায়েল। গুলশানের এটি ছয় ম্যাচে দ্বিতীয় জয়। ব্রাদার্সের সমান ম্যাচে পঞ্চম হার।