লোকেশ রাহুলকে নিয়ে দুর্নাম ছিল যে, তিনি স্বার্থপর ব্যাটিং করেন। তবে আইপিএলের চলমান মৌসুমে এই কিপার ব্যাটসম্যান যেন সকল দুর্নাম মুছে ফেলার মিশনে নেমেছেন। এই ৩২ বছর বয়সী ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওপেনিং করতে নেমে দলকে জেতানো ইনিংস খেলেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ক্যাপিটেলসের এই ব্যাটসম্যান খেললেন ৫৩ বলে ৯৩ রানের বিদ্যুৎ গতির এক ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে রাহুলের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দিল্লি। ৬ উইকেটের বিশাল এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান সুদৃঢ করল তারা।