আব্দুল মজিদের সেঞ্চুরিতে ভর করে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে মজিদের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৫০ রান করে রূপগঞ্জ। তাড়া করতে নেমে ২২২ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
শাইনপুকুরের তিন ব্যাটার ফিফটি করলেও কেউ লম্বা ইনিংস খেলতে না পারায় জয়ের দেখা পায়নি দলটি। মঈনুল ইসলাম তন্ময় ৫০, রাহিম আহমেদ ৫৩ ও শাহরিয়ার সাকিব ৫০ রান করেন।
২১ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। রূপগঞ্জের হয়ে মাহমুদুল হাসান সর্বোচ্চ ৪ উইকেট ও আওলাদ হোসেন ৩ উইকেট নেন।
এর আগে মজিদের শতকে ভর ২৫১ রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ। ১৩৯ বলে ১০২ রান করেন মজিদ। ৬টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল ইনিংসটি। ৫৬ রান করেন মাহমুদুল হাসান।
নাসির হোসেন ২৩ ও আল আমিন ২২ রান করেন। শাইন পুকুরের হয়ে ২ উইকেট করে নেন শারিফুল ইসলাম ও আলী মোহাম্মদ ওয়ালিদ।