খেলাধুলা

অঝোরেই কাঁদলেন ক্লার্ক (ভিডিও)

ক্রীড়া ডেস্ক : হঠাৎ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াড থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার পরিবর্তে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল সদ্য প্রয়াত অসি ক্রিকেটার ফিলিপ হিউজের। সেটা আর হলো কোথায়? যখন ভারত-বধের প্রস্তুতি নেওয়ার কথা ছিল হিউজের, তখনই জীবন-ইনিংসের ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

 

মাত্র ২৫ বছর বয়সেই হিউজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। সতীর্থ হওয়ায় সেটি বোধ হয় একটু বেশিই অনুভব করছেন মাইকেল ক্লার্ক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সম্ভবত ক্রিকেট ইতিহাসের অন্যতম আবেগঘন সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে চোখের জলে ভাসলেন ক্লার্ক। দলের পক্ষ থেকে ফিলিপ হিউজকে শ্রদ্ধা জানাতে গিয়ে অঝোরেই কাঁদলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নিজে কাঁদলেন, কাঁদালেন অন্যদেরও।

 

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আমাদের ড্রেসিং রুম আর কখনো আগের মতো পাব না। আমরা তাকে (হিউজ) ভালোবাসি, সারাজীবন ভালোবেসে যাব। তার বিদায়ে দল হিসেবে ক্ষতিটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটারকে হারালাম।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ বোলার শন অ্যাবোটের বাউন্সারে মারাত্মক আঘাত পান হিউজ। এরপর তাকে সিডনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

 

ভিডিওতে ক্লার্কের সেই অশ্রুসিক্ত বার্তা :  

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৪/নেছার/রফিক