কুড়িগ্রামে ছিটমহলবাসীদের বিজয় র্যালি
বাদশাহ্ সৈকত || রাইজিংবিডি.কম

ছিটমহলবাসীরা বিজয় উৎস করছে (ছবি : সৈকত)
কুড়িগ্রাম প্রতিনিধি : ছিটমহল বিনিময়ে বাংলাদেশের নাগরিক হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করেছে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টি ছিটমহলের মানুষ।
মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিটমহলের কালির হাট বাজারে হাজার হাজার ছিটমহলবাসী মিলিত হয়ে আনন্দ উল্লাস করে। পরে একটি আনন্দ র্যালি ছিটমহল ঘুরে ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ মিনারে সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও দাসিয়ার ছড়া ছিটমহলের সভাপতি মো. আলতাব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তরা ছিটবাসীদের ৬৮ বছরের বন্দী দশা থেকে মুক্তি দেওয়ায় দুই দেশের প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানান।
ছিটমহলের বিজয় উৎসব উপলক্ষে দাসিয়ার ছড়ায় গরু ও খাসি জবাই করে ছিটমহল বাসীদের ভুড়িভোজেরও আয়োজন করা হয়।
রাইজিংবিডি/কুড়িগ্রাম/৯ জুন ২০১৫/বাদশাহ্ সৈকত/রণজিৎ
রাইজিংবিডি.কম