ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আমি সুযোগের অপেক্ষায় ছিলাম’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমি সুযোগের অপেক্ষায় ছিলাম’

ক্রীড়া ডেস্ক : ঢাকা ডায়নামাইটস। বিপিএলের চলতি আসরে তারকাময় একটি দল। দল সাজাতে কোচ ও অধিনায়ককে নিয়মিত পড়তে হয় মধুর সমস্যায়। কাকে রেখে কাকে খেলাবেন? সে কারণে অনেকে সেরা একাদশে জায়গা পান না। কিন্তু আজ সোমবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা। চার ম্যাচ খেলে সাইড বেঞ্চে বসা ক্যামেরুন দেলপোর্তের আজ সুযোগ মেলে। এই সুযোগের অপেক্ষায়ই ছিলেন তিনি। সুযোগ পেয়ে নিজেকে আবারো প্রমাণ করলেন তিনি। ১২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ২৪ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। জানান এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ম্যাচটি শেষ করে আসার। সেটা করতে পেরেছি। আসলে সাইড বেঞ্চে বসে থাকাটা হতাশাজনক। তবে আমাদের দারুণ একটি দল রয়েছে। সেটা আমাদের দলের শক্তিমত্তাও প্রকাশ করে। সে কারণে আমি আমার সুযোগের অপেক্ষায় ছিলাম।’

চিটাগং ভাইকিংসের ছুড়ে দেওয়া ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাদের পরিকল্পনা কী ছিল? সে বিষয়ে জানতে চাইলে দেলপোর্ত বলেন, ‘আমরা জানতাম ১৮০ রান ভালো স্কোর। আমরা এটাও জানতাম যে উইকেট বেশ ভালো। আমাদের একটা ভালো সূচনা দরকার ছিল। আমরা আমাদের উদ্বোধনী জুটির কাজ থেকে একটি ভালো শুরু প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আজ আফ্রিদি রান পাননি। তবে এভিন লুইস ও জো ডেনলি ভালো জুটি গড়েছেন। তাদের জুটি থেকে শতাধিক রান এসেছে। তারাই রান তাড়া করার ভিত গড়ে দিয়ে গেছে। সে কারণেই কাজটি আমার ও সাকিবের জন্য সহজ হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছি। ১০০ স্ট্রাইক রেটে রান তুলে জয় পেয়েছি।’



ঢাকা ডায়নামাইটসের বিগ হিটারদের বিষয়ে তিনি বলেন, ‘দলে বিগ হিটার থাকাটা ভালো। আমাদের দলে বেশ কয়েকজন বিগ হিটার রয়েছেন। তাদেরকে প্রত্যেক ম্যাচে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা একটি দল হিসেবে খেলছি। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন শক্তির জায়গা রয়েছে। আমাদের দলে ডানহাতি বেশ কয়েকজন হিটার রয়েছেন। তারা অফ স্পিনারদের সামাল দিতে পারেন। পাশাপাশি কয়েকজন বামহাতি হিটারও রয়েছেন। তারা প্রতিপক্ষের বামহাতি স্পিনারদের ভালোভাবে খেলতে পারেন। আমরা আসলে প্রতিপক্ষ অনুযায়ী খেলছি।’

বিপিএলের পিচ নিয়ে তার মন্তব্য, ‘ব্যাটসম্যানদের জন্য আদর্শ পিচ। স্পিনাররা খুব বেশি সুবিধা পাচ্ছেন না। সে কারণে বল ভালোভাবে ব্যাটে আসছে। যখন আপনি দেখবেন উদ্বোধনী ব্যাটসম্যানরা প্রথম ছয় ওভারে সহজেই ব্যাট করতে পারছে। ওভার প্রতি ১০ এর অধিক রান তুলছে। তখন আপনি সেটাকে ব্যাটিংয়ের জন্য ভালো পিচ বলতে পারেন।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়