ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ জুন)

ফজলে আজিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ জুন)

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার্স অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

২৩ থেকে ২৯ জুন ২০১৯ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস
(জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।)

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : বন্ধু কিংবা প্রিয়জনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য কিংবা সহযোগিতা পেতে পারেন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। খেয়ালিপনার জন্য কোনো ‍সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতিটি কাজ সময়মতো করার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কর্মস্থলে ব্যস্ততা বাড়তে পারে। সময়োপযোগী নতুন কিছু শেখার চেষ্টা করুন যা পেশাক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারো কাছ থেকে দিকনির্দেশনা পেতে পারেন। কারো কারো তীর্থযাত্রা হতে পারে। যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করেন তারা কোনো সুখবর আশা করতে পারেন। অপ্রাসংগিক আলোচনা সামাজিক সমস্যার কারণ হতে পারে। স্থান-কাল-পাত্র ভেদে কথা বলুন। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : গোপনসূত্রে কোনো তথ্য হাতে পেতে পারেন। প্রচলিত আইনকানুন সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অংশীদারি কিংবা যৌথমূলধনী ব্যবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া বিলম্বিত হতে পারে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের আলোচনা হতে পারে। ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব ও সম্মান বাড়তে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : আপনার গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা কিংবা ব্যবসায়িক আলোচনায় স্থান-কাল-পাত্র ভেদে কথা বলুন। কেউ কেউ আপনাকে ব্যবহার করে লাভবান হওয়ার চেষ্টা করতে পারে। কর্মস্থলে আপনার দায়দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। যে কোনো কিছু করার আগে ভবিষ্যতে তার ফলাফল কি হতে পারে তা চিন্তা করুন। ভ্রমণ হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : সাময়িকভাবে চ্যালেঞ্জিং সময় মোকাবেলা করতে হতে পারে। প্রয়োজনে বন্ধু কিংবা ভাইবোনের সহযোগিতা পেতে পারেন। অপ্রয়োজনীয় ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। বিবাহযোগ্য কারো কারো বিয়ের বাজনা বাজতে পারে। শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হতে পারে। কেউ কেউ সাময়িকভাবে শারীরিক ও মানসিকভাবে কম ভালো অনুভব করতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : মনের মানুষের দেখা পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। যারা আবাসন পরিবর্তন করতে চান তারা প্রয়োজনে অন্যের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কারো কারো ঘরে ফেরা হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। শরীর কম ভালো যেতে পারে।  

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : গুরুত্বপূর্ণ কোনো তথ্য হাতে আসতে পারে। গৃহস্থালি কেনাকাটায় ব্যস্ততা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। কারো কারো ভ্রমণের সূচি পরিবর্তন হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কারো সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য সময়টি অনুকূল হতে পারে। সংকোচ কিংবা দ্বিধা এড়িয়ে প্রয়োজনীয়ে যোগাযোগমূলক কাজে অগ্রসর হলে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা মিলতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। নবদম্পতি সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। মিডিয়ার সঙ্গে সম্পৃক্তরা কোনো সুখবর পেতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ পাওনা অর্থ হাতে পেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান হতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভ্রমণ হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। বিশেষ কোনো রঙয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সুপরামর্শ আপনার দৃষ্টিভঙ্গি কিংবা সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া সহজতর করবে। কেউ কেউ কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। অর্থপ্রাপ্তি হতে পারে। আয় উন্নতির চেষ্টায় বিকল্প পথের সন্ধান করলে ভালো করবেন। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কারো কারো হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। কেউ কেউ প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। কারো কাছ থেকে অপ্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা আশা না করলে ভালো করবেন। ভাইবোনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা আশা করতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে।

জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় [email protected] অথবা ভিজিট করুন




রাইজিংবিডি/ঢাকা/২৩ ‍জুন ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়