ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

এ সপ্তাহের রাশিফল (১৩-১৯ জানুয়ারি)

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৮:৫৫, ১৩ জানুয়ারি ২০২৪
এ সপ্তাহের রাশিফল (১৩-১৯ জানুয়ারি)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। মানসিক দৃঢ়তা বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষযয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি উঠানামা করবে।

আরো পড়ুন:

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): শারীরিক বিষয়ে ‍দুশ্চিন্তা বাড়বে। কর্মউদ্দীপনা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করুন। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): সবধরনের উদ্বিগ্নতা পরিহার করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে সমঝোতা বাড়বে। কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। রোগসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মে উপযুক্ত সম্মান পাবেন। আর্থিক বিষয় শুভ। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। সাংসারিক প্রতিবন্ধকতা বাড়বে। মানসিকভাবে ইতিবাচক থাকুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। ভ্রমণ শুভ। 

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে ও বিনিয়োগে সফলতা পাবেন। রোগসংক্রান্ত বিষয়  নিয়ে সচেতন হোন। গবেষণামূলক কাজে সম্পৃক্তদের বেশ ভালো সময়। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিকভাবে ইতিবাচক থাকুন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সবধরনের সংঘাত এড়িয়ে চলুন। ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে না। আর্থিক বিষয় নিয়ে সমস্যা বাড়বে। কর্মে উপযুক্ত সম্মান পাবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আর্থিক সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। আর্থিক অনিশ্চয়তা বাড়বে। পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ বাধতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাগত কাজে সফলতা পাবেন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। যানবাহনে সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরি নিয়ে দুশ্চিন্তা বাড়বে। মানসিক বিষন্নতা বাড়বে। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে। দাম্পত্য সম্পর্কে সচেতন হোন। কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হতে পারে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। 

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়