ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

২০২৫: জেনে নিন কী আছে আপনার ভাগ্যে

প্রকাশিত: ০৯:৪৫, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৫১, ১ জানুয়ারি ২০২৫
২০২৫: জেনে নিন কী আছে আপনার ভাগ্যে

প্রতিটি মানুষের জীবন অত্যন্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে কাজে পরিণত করতে দরকার সঠিক পরিকল্পনা ও কর্মকৌশল। নিজেকে যত বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন, তত বেশি সফল হবেন। কিছু বিষয়ে সচেতন হলে অনেক সমস্যা জয় করা যায়। একমাত্র মানুষই পারে তার সীমাবদ্ধতা অতিক্রম করে সাফল্য করায়ত্ত করতে।

জ্যোতিষশাস্ত্র সম্ভাব্য বিষয়ের ওপর আলোকপাত করে, কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবে তা বলে না। ২০২৫ সালে আপনার রাশিতে কী আছে চলুন দেখে নেওয়া যাক।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আরো পড়ুন:

শাসক গ্রহ: মঙ্গল

শুভ সংখ্যা : ৯

মূল উপাদান : অগ্নি

শুভ দিন : মঙ্গলবার

শুভ তারিখ : ৯, ১৮, ২৭

২০২৫ সাল মেষ রাশির জীবনে নবজাগরণের ইঙ্গিত দিচ্ছে। মৌলিকত্ব, মনমুগ্ধকর বিনয় নিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে মেষ রাশি। আর্থসামাজিক বিবেচনায় বছরের শুরুতে বেশ ভালো উন্নতির সুযোগ তৈরি হবে। কিছু গ্রহগত অবস্থানের কারণে আপনার ব্যতিক্রমী চিন্তার প্রয়াস পাবে। সৃজনশীল কর্মে জড়িত জাতক-জাতিকাদের জন্য বছরটি অনুকূল। সন্তানের কোনো সাফল্যে গর্বিত হতে পারেন। তবে দূরপাল্লার ভ্রমণ, বিদেশ গমন ও বৈদেশিক লেনদেনে যথেষ্ট সচেতন ও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ উপভোগ করবেন। এ বছর আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে নানাবিধ জটিল অবস্থা তৈরি হতে পারে। পেশাগত কাজে অতিরিক্ত  উদ্বেগ ও চাপ বাড়লেও লক্ষ্যে স্থির থাকবেন। এ বছর ব্যবসায় বড় সাফল্য লাভের সুযোগ তৈরি হবে। ব্যবসায় নতুন যোগাযোগ ও চুক্তি সম্পাদনে অগ্রগতি হবে। বড় বিনিয়োগের বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে, না হলে ক্ষতির সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকবে। স্বামী/স্ত্রী কিছুটা স্বাধীনচেতা ও একরোখা মনোভাব দেখাতে পারেন। ধৈর্য ও সহনশীলতার জন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো দেখা যায়। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য লাভের সম্ভাবনা আছে।  অনেকের নতুন কর্মপ্রাপ্তি ও পদোন্নতির সম্ভাবনা আছে। শারীরিক বিষয়ে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন। সচেতন না হলে শারীরিক বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে যথেষ্ট সচেতন থাকবেন। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শুভ বছর। অপ্রিয় কথা বলার জন্য এ বছর বহু শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমিক যুগলের জন্য ভালো সময়। অনেকের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) 

শাসক গ্রহ : শুক্র

শুভ সংখ্যা : ৬

মূল উপাদান : মৃত্তিকা

শুভ দিন : শুক্রবার, বুধবার, শনিবার

শুভ তারিখ : ৫, ৬, ১৪, ১৫, ২৩, ২৪

বৃষের জাতকের আর্থিক দূরদৃষ্টি প্রখর। যেকোনো কাজে এরা বিশ্বস্ত ও অবিচল। ২০২৫ সালে বৃষের জাতক-জাতিকাদের জন্য বেশকিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা আছে। বৃষ জাতক-জাতিকাদের হৃদয় অত্যন্ত উষ্ণ। প্রতিটি কল্পনাকে বাস্তবে রূপ দেয়ার ক্ষমতা বিশ্বাসের মধ্যে রয়েছে। এ বছর বৃষের জাতক-জাতিকাদের ক্যারিয়ারে বড় সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্তদের বেশ ভালো উন্নতি হবে। সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে। আর্থিক সৌভাগ্য লাভের সম্ভাবনা বেশি। বছরের মধ্যভাগে পেশাগত কাজে মানসিক উদ্বেগ ও চাপ বাড়বে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগী হতে হবে। পরিবারে কারো শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় রাখতে পারে। প্রেম ভালোবাসার জন্য বছরটি অনেকটাই অনুকূল। আপনার জীবনে আবির্ভাব ঘটতে পারে নতুন মুখের। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে  ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সঙ্গী-সঙ্গিনী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যেকোনো আর্থিক লেনদেনে সর্তকতা অবলম্বন করুন। এ বছর বিদেশ ভ্রমণে সমস্যা ও জটিলতা বাড়তে পারে। বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন। পরিবারের কোনো বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তা বাড়বে। উচ্চশিক্ষায় সাফল্য লাভ হবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। এ বছর কৃষি সম্পর্কিত ব্যবসায় সফলতা লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে বৃষ রাশির জাতিক-জাতিকারা অসামান্য মেধার জন্য সাফল্য লাভের সম্ভাবনা আছে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) 

শাসক গ্রহ  : বুধ

শুভ সংখ্যা : ৫

মূল উপাদান : বায়বীয়

শুভ দিন : বুধবার, শুক্রবার, শনিবার

শুভ তারিখ : ৫, ৬, ১৪, ১৫, ২৩, ২৪ 

মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মচঞ্চল এবং বহুমুখী প্রতিভার অধিকারী। মিথুনের মধ্যে রয়েছে দারুন সৃজনশীলতা। বুদ্ধিভিত্তিক যেকোনো কাজেই এরা দক্ষ। বছরের শুরুতে বিভিন্ন বাধা ও জটিলতা আপনার স্নায়ুর উপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। তা সত্ত্বেও আপনি আপনার কাজে সফল হবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বছরের মধ্যভাগে আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে সুসংবাদ পাবেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন তাদের জন্য ভালো সময়। সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িতদের অনকূল সময়। ব্যবসায়িক কার্যক্রমে সফলতার জন্য বেশ কঠোর পরিশ্রম করতে হবে। কাজের ধারাবাহিকতা রাখতে সমস্যা তৈরি হবে। স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিন। এ বছর মাঝেমধ্যেই আর্থিকভাবে আপনাকে বেশ চাপের মধ্যে থাকতে হবে। এ বছর আপনার প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি হবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বাড়বে। এ বছর জীবনসঙ্গীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। বিদেশে পড়ালেখায় আগ্রহী শিক্ষার্থীর জন্য বছরটি অনেকটাই অনুকূল। এ বছর সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বেড়ে যাবে। বন্ধু নির্বাচনে সচেতন ও সতর্ক হোন। এ বছর মিথুন রাশির জাতক-জাতিকাদের হজমতন্ত্রের যত্ন নেয়া উচিত। শারীরিক ও মানসিক উন্নতির জন্য যথেষ্ট বিশ্রাম ও ঘুমের দিকে নজর দেওয়া উচিত।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই) 

শাসক গ্রহ : চন্দ্র

শুভ সংখ্যা : ২

মূল উপাদান : পানি

শুভ দিন : সোমবার, বৃহস্পতিবার

শুভ তারিখ : ২, ১১, ২০, ২৯

২০২৫ সাল কর্কট রাশির মধ্যে কল্পনা শক্তি ও বাস্তববাদী শক্তির সমন্বয় দেখা যাবে। এ বছর কর্কট রাশির যশ, প্রতিপত্তি বাড়বে। উষ্ণ হৃদয় ও সহানুভূতিশীল মানসিকতার জন্য পেশা ও পারিপার্শ্বিক পরিমণ্ডলে সবার ভালোবাসা, সম্মান পাবেন। বছরের শুরুতে আকাঙ্ক্ষা অনুযায়ী কাজে সাফল্য পাবেন। ব্যবসাক্ষেত্রে, অর্থনৈতিক বিষয়ে পরীক্ষার সম্মুখীন হতে হবে। বিভিন্ন অবস্থানজনিত কারণে সাহসিকতাপূর্ণ স্বভাব দেখাতে গিয়ে কোনো ধরনের  ঝুঁকি নিবেন না। মিডিয়া রিলেটেড কাজে জড়িতরা মনোমুগ্ধকর পারফরম্যান্সের জন্য সাফল্যের স্বাদ আস্বাদন করবেন। প্রিয়জনদের সঙ্গে সামান্য মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। আপনার নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বিশেষ জরুরি। পরিবার বা আত্মীয়-স্বজনদের অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। ২০২৫ সালে মাঝেমধ্যে আর্থিক ব্যয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। বছরের মধ্যভাগে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আসবে। সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য্য ধারণ করুন। বিনোদনমূলক কর্মকাণ্ড বাড়বে। সামাজিক অবস্থানের উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে। এ সময় আপনি মানসিক অবসাদ ও ভয়ের শিকার হতে পারে। প্রিয়জন ও বন্ধুর সহায়তায় উপকৃত হবেন। ক্যারিয়ার ও কাজের প্রতি অত্যধিক মনোযোগী হয়ে উঠবেন। বুদ্ধিবৃত্তিক-গবেষণামূলক কাজে সফলতা পাবেন। চাকরিজীবীদের অপ্রত্যাশিত সমস্যা হতে পারে। অনেক কর্কট রাশির জাতক-জাতিকাদের অসুস্থতাজনিত বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। অনেকের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে সতর্ক হতে হবে। সব সময় নিজের মতকে প্রাধান্য দেয়া থেকে বিরত থাকাই আপনার জন্য ভালো হবে। 

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) 

শাসক গ্রহ : রবি

শুভ সংখ্যা : ১

মূল উপাদান : অগ্নি

শুভ দিন : রবিবার, বুধবার

শুভ তারিখ : ১, ১০, ১৯, ২৮

সিংহ রাশির মধ্যে রয়েছে উদারতা, নির্ভীকতা, নেতৃত্বের সহজ গুণাবলী। জন্মগতভাবে এরা গতিশীল ব্যক্তিত্বের অধিকারী। তবে বছরে শুরুতেই সাফল্যের জন্য বেশ বেগ পেতে হবে। আর্থিক ব্যয় বৃদ্ধি পেলেও আর্থিক সমাগম স্বাভাবিক থাকবে। এ বছর আপনাকে মেজাজ ঠান্ডা রেখে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পেশাগত, পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি রয়েছে। আপনার অনুভূতি ও চিন্তাধারায় পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের নজরে আসবেন। অনেকের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বছরে শুরুতে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে, তবে বছরের মধ্যভাগ থেকে ব্যবসায়িক সমৃদ্ধি হবে। পেশাগত কাজে সহকর্মীদের সহযোগিতা বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হবে। শারীরিক বিষয়ে যথেষ্ট সচেতনতা প্রয়োজন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পরিবারের গুরুস্থানীয় কারোর শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। যেকোনো ধরনের বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। পারিবারিক বিষয়ে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ২০২৫ সালে আপনাকে সব ধরনের অলসতা ও মন্থরতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে মুখের ওপর সত্য কথা বলা থেকে বিরত থাকতে হবে। এ বছর আপনার কর্মব্যস্ততার বছর। গবেষণাধর্মী কাজে সফলতা পাবেন। অনেকের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শাসক গ্রহ : বুধ

শুভ সংখ্যা : ৫

মূল উপাদান : মৃত্তিকা

শুভ দিন : বুধবার,শুক্রবার

শুভ তারিখ : ৫, ৬, ১৪, ১৫, ২৩, ২৪

কন্যা রাশির জাতক-জাতিকারা যুক্তিবাদী ও নীরব কর্মী। নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। ২০২৫ সাল কন্যা রাশির জন্য ইতিবাচক বছর। কন্যা রাশির মূল শক্তি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। নতুন বছরে বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ বেড়ে যাবে, যার ফলে আপনার মধ্যে মানসিক আত্মতৃপ্তি বাড়বে। শিল্পচর্চায় যুক্তদের জন্য শুভ বছর। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সাফল্য আসবে। বড় কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।বছরের শুরুতে আপনার মনোবল চাঙা থাকবে। কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। এ বছর পুরোনো কোনো সমস্যা সমাধান হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাধীন পেশাজীবীরা কিছুটা চাপে থাকবেন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে আপনাকে সহনশীলতা বাড়াতে হবে। পারিবারিক ও পেশাগত জীবনে বিভিন্নভাবে চাপে থাকবেন। আপনার খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সতর্ক না হলে শারীরিক সমস্যা বাড়বে। বছরে মাঝামাঝি সময়ে যেকোনো ধরনের বিনিয়োগে সাফল্য পাবেন। এ বছর কন্যা রাশির জাতক-জাতিকারা গৃহনির্মাণ অথবা ভূ সম্পত্তি বাড়ানোর সম্ভাবনা আছে। অবশ্যই খুঁতখুঁতে স্বভাব নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবনসঙ্গী নির্বাচনে মানসিক দ্বন্দ্ব বাড়বে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 

শাসক গ্রহ : শুক্র

শুভ সংখ্যা : ৬

মূল উপাদান : বায়বীয়

শুভ দিন : বুধবার, শুক্রবার, শনিবার

শুভ তারিখ : ৫, ৬, ১৪, ২৩, ২৪

তুলা রাশির জাতক-জাতিকা সৌন্দর্যপ্রিয় ও আদর্শবাদী। ২০২৫ সাল তুলা রাশির জন্য শুভ বছর। তুলা রাশির প্রধান চারিত্রিক গুণ হলো সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা। স্নেহ, মমতা, সংযম ও সুদৃঢ় আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন দিক থেকে উন্নতির শুভ সূচনা তৈরি হবে। এ বছর কর্মক্ষেত্রে দক্ষতার জন্য আপনার মূল্যায়ন অনেকাংশ বেড়ে যাবে। বেশ কিছু আর্থিক পরিকল্পনা বিশেষ করে ক্রয়-বিক্রয় এবং বিনিয়োগে সফল হবেন। বছরের মাঝামাঝি সময়ে আপনার সামগ্রিক বিষয়ে সাফল্যের ধারাবাহিকতা বাড়বে। শারীরিক বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে।শারীরিক কিছু অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। এ বছর দাম্পত্য সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি হবে। বৈদেশিক সম্পর্কিত ব্যবসায় সাফল্য পাবেন। এ বছর প্রিয়জনের সান্নিধ্য ও সহযোগিতা পাবেন। ব্যবসা ও অতিথি আপ্যায়নে অর্থ ব্যয় হতে পারে। স্বাধীন পেশাজীবীদের জন্য বছরটি বেশ ভালো। এ বছর যানবাহন, যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে। অপ্রত্যাশিত কোনো ঝামেলা মানসিক অস্থিরতা বাড়াতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় সফলতার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। যথেষ্ট মনোযোগী না হলে আশা অনুযায়ী রেজাল্ট ভালো হবে না। এ বছর আপনাকে প্রতিটি বিষয়ে ধৈর্যশীল ও সংযমী হতে হবে। প্রিয়জনের সান্নিধ্য আপনার জন্য আনন্দদায়ক হবে। চাকরিজীবীদের সম্মানজনক প্রাপ্তি হতে পারে। জনসংযোগমূলক কাজে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) 

শাসক গ্রহ : মঙ্গল/প্লুটো

শুভ সংখ্যা : ৯

মূল উপাদান : পানি

শুভ দিন : মঙ্গলবার

শুভ তারিখ : ৯, ১৮, ২৭

বৃশ্চিক সঠিক লক্ষ্য স্থির করে ইচ্ছাশক্তির প্রয়োগ করলে এরা জীবনে সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারেন। ২০২৫ সাল আপনার জন্য প্রতিকূলতা ও অনুকূলতার মিশ্রণ। বৃশ্চিকের মধ্যে প্রচন্ড আবেগ। সত্যকে এরা অন্ধের মতোই ভালোবাসেন। ২০২৫ এর শুরুতে পারিবারিক ও বৈষয়িক বিষয়ে প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনার দৃঢ় সংকল্পের জন্য সফলতা পাবেন। এ বছর স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় বাড়তে পারে। ক্যারিয়ারে সমৃদ্ধির জন্য আপনাকে প্রচন্ড অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে। আবেগপ্রসূত সিদ্ধান্ত থেকে দূরে থাকাই শ্রেয় হবে। আর্থিক ও শারীরিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলা করতে পারলে সাফল্য লাভ করতে পারবেন। প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে, সেক্ষেত্রে আপনাকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ বছর প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি হবে। নিজের শরীরের দিকে খুব খেয়াল রাখতে হবে। যেকোনো ধরনের চুক্তি, অংশীদারিত্ব ব্যবসার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সামাজিক ও সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে। সৃজনশীল কাজে উন্নতি হবে। প্রেম-ভালোবাসার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পরিস্থিতি তৈরি হবে। পারিবারিক ও পেশাগত কাজে বাজে যেকোনো পরিস্থিতি ঠান্ডাভাবেই মোকাবিলা করতে হবে। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সাফল্য আসবে। ব্যবসায়ীরা কোনো দীর্ঘ মেয়াদি অর্থ বিনিয়োগে সাফল্য পাবেন। শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল পাবেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। স্বাধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। এবছর আপনার মধ্যে দার্শনিকতা ও ধর্ম ভাবের উপস্থিতি দেখা যাবে। ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখতে পারলে যেকোনো কাজে চরম সাফল্য লাভ করবেন। গৃহ জীবনে কোনো নতুন অতিথি শুভাগমন ঘটতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 

শাসক গ্রহ : বৃহস্পতি

শুভ সংখ্যা : ৩

মূল উপাদান : অগ্নি

শুভ দিন : বৃহস্পতিবার

শুভ তারিখ : ৩, ১২, ২১, ৩০

ধনু রাশির মধ্যে রয়েছে ক্লান্তিহীন পরিশ্রম করার বিস্ময়কর ক্ষমতা। ধনু আদর্শবাদী, সৎ স্বাধীনচেতা। আপনার মধ্যে রয়েছে প্রখর অন্তর্দৃষ্টি। ২০২৫ সালে নানা দিক দিয়ে শুভ বার্তা পাবেন। কোনো ইতিবাচক ঘটনা আপনার মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে। আপনার সুপ্ত প্রতিভা জাগ্রত হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। সন্তানের কোনো বিষয় আপনার জন্য আনন্দদায়ক হবে। বছরের মধ্যভাগ থেকে আপনার সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড শুভ। আর্থিক অবস্থার উন্নতি হবে। যৌথ কাজে সফলতা পাবেন। তবে আপনার ব্যস্ততা আপনার পরিবারের অসন্তুষ্টির কারণ হতে পারে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে যুক্তদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় যেকোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। বিনিয়োগে একটু সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। পেশাগত দক্ষতার জন্য সম্মান পাবেন। সব বিষয়ে পরিবারের সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে। রোগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। স্পষ্ট কথা বলার জন্য প্রচুর শত্রু তৈরি হবে। ব্যক্তিগত বিষয়গুলো গোপনীয় রাখার চেষ্টা করবেন। আত্মকেন্দ্রিক ও স্বার্থপর লোকদের এড়িয়ে চলার চেষ্টা করবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শাসক গ্রহ : শনি

শুভ সংখ্যা : ৮

মূল উপাদান : মৃত্তিকা

শুভ দিন : শুক্রবার, শনিবার

শুভ তারিখ :৮, ১৭, ২৬

মকর রাশির মধ্যে রয়েছে ধৈর্য, কষ্টসহিষ্ণুতা ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা। ২০২৫ সাল মকর রাশির জাতক-জাতিকার জন্য কর্ম প্রচেষ্টার বছর। সঠিক পরিকল্পনা ও সময়কে গুরুত্ব দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন। কারো আকস্মিক আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। অনেকদিন ধরে চলে আসা সমস্যাগুলো সমাধানের পথে এগোবে। তবে পেশাগত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই অনেক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। কম ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ বিনিয়োগে লাভবান হবেন। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। অনেকের কর্মে পদন্নোতি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক ধারাবাহিকতা সারা বছর বজায় থাকবে। আয়-ব্যয়ের ভারসাম্যতা বছরের বেশিরভাগ সময় থাকবে। স্বাস্থ্যগত বিষয় বছরের মধ্য সময় থেকে ভালো যাবে। সম্পদের বিষয়ে সৌভাগ্যের দুয়ার খুলে যেতে পারে। গবেষণা কর্ম ও উচ্চশিক্ষার জন্য বছরটি অনুকূল। দাম্পত্য ও পারিবারিক বিষয়ের অতীতের কোনো মতানৈক্য বা ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অসহিষ্ণুতা  বাড়বে। দৈনন্দিন জীবনযাপনে রুটিন মেনে চলার অভ্যাস করুন। বিশেষ করে এ বছর পাকস্থলী সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। স্নেহ, ভালোবাসা ইত্যাদি ব্যাপারে দখলদারি মনোভাব সম্পন্ন হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। যানবাহন চলাচলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করায় শ্রেয় হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) 

শাসক গ্রহ : ইউরেনাস/শনি

শুভ সংখ্যা : ৪, ৮

মূল উপাদান : বায়বীয়

শুভ দিন : বুধবার, শুক্রবার, শনিবার

শুভ তারিখ : ৪, ১৩, ২২,৩১

কুম্ভ রাশির অন্যতম গুণ হলো নিঃস্বার্থপরতা। এদের ব্যক্তিত্বের মধ্যে রয়েছে স্বাধীনচেতা ব্যতিক্রমধর্মী কাজ করার মানসিকতা। ২০২৫ সালে কর্ম পেশায় সাফল্য লাভ করতে হলে আপনাকে অবশ্যই দীর্ঘ ইচ্ছাশক্তি ও আন্তরিক অধ্যবসায়ী হতে হবে। আপনার ক্যারিয়ারের সমৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সুযোগ পাবেন। বিদ্যা শিক্ষা ও গবেষণায় যথেষ্ট ভালো করার ইঙ্গিত দিচ্ছে বছরের শুরুতেই। বছরের মাঝামাঝি সময় থেকে অর্থনৈতিক অগ্রগতি হবে।অনেকেই পেশা বা জীবিকা পরিবর্তনের সুযোগ পাবেন। বিভিন্ন কারিগরি কাজের সঙ্গে জড়িতদের অনুকূল সময়। অংশীদারী ব্যবসায় সম্পৃক্তদের জন্য বছরটি অনুকূল। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য খামখেয়ালিপনা এড়িয়ে চলতে পারলে ভালো ফলাফল হবে। সামগ্রিক বিষয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হলে অলসতা ও উদ্বেগ পরিহার করুন। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্বাস্থ্যগত বিষয়ে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। আমদানি-রপ্তানি ব্যবসায় জড়িতদের জন্য ভালো সময়। এ বছর আপনার অর্থ উপার্জন ভালো হলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অর্থ সঞ্চয় কম হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। সময়কে গুরুত্ব দিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন।এ বছর আপনাকে পারিবারিক ও পেশাগত কাজে একনিষ্ঠতা বজায় রাখা কঠিন হবে। সব কাজে ঢালাও বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 

শাসক গ্রহ: নেপচুন, বৃহস্পতি

শুভ সংখ্যা : ৩, ৭

মূল উপাদান : জলীয়

শুভ দিন : বৃহস্পতিবার, মঙ্গলবার

শুভ তারিখ : ৩, ১২, ২১, ৩০

মীনের জাতক-জাতিকারা অনুভূতি ও আবেগপ্রবণ। মীন রাশির ব্যক্তিত্বের মধ্যে রয়েছে রহস্যময়তার পাশাপাশি গাম্ভীর্যপূর্ণ মানসিকতা। মীন রাশির জাতক-জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারী। ২০২৫ সালে মীন রাশির জাতক-জাতিকা প্রতিটি কাজকর্মে সচেতনতা বাড়াতে হবে। শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। যেকোনো বিষয়ে সাফল্য লাভ ও অগ্রগতির জন্য যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। জীবিকা বা পেশাগত বিষয়ে সাবধানতা অবলম্বন করে সব রকমের বাধাবিঘ্নকে অতিক্রম করতে হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পিতা-মাতার স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিষয় নিয়ে টেনশনে থাকতে পারেন। পেশাগত ও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। পারিবারিক বিষয়ে আপনাকে ধৈর্য রাখতে হবে। উচ্চশিক্ষা, গবেষণার জন্য বৈদেশিক যোগসূত্র তৈরি হবে। ছাত্র-ছাত্রীদের বিদ্যায় সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রমী হতে হবে। মাঝেমধ্যেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। শারীরিকভাবে আপনি অলসতা ও দুর্বলতা অনুভব করতে পারেন। শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এবছর প্রতিটি কাজে-কর্মে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তা সম্পন্ন করার চেষ্টা করুন। সঠিক সময়ে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ না করতে পারলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য জীবনে সহনশীল হওয়ার চেষ্টা করবেন। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আয়-ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হবে। সৃজনশীল পেশায় যুক্তদের জন্য ভালো সময়। মীন রাশির লোকদের অনেকেই ভুল বোঝে, এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। সাংগঠনিক, সামাজিক কাজে নেতৃত্বে গুণাবলীর জন্য সম্মানিত, প্রশংসিত হবেন। লক্ষ্য ও পরিকল্পনায় সাফল্য লাভ করতে হলে আপনাকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে হবে। কতিপয় স্বার্থান্বেষী লোকের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়