পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু
চোখের দেখা আর দেখার চোখ এক জিনিস নয়। বেশিরভাগ মানুষেরই দেখা হচ্ছে, চোখের দেখা। কিন্তু দুই চারজন অসাধারণ মানুষের দেখা মানে চোখের দেখা নয়। তারও বেশি কিছু। তারা দেখেন ভেতরের চোখ দিয়ে। দেখার এই ফারাকের কারণেই তারা হয়ে ওঠেন আলাদা, শিল্পী। তেমনি এক শিল্পী, যিনি জীবনের অনেক কিছু দেখেছেন, দেখছেন ক্যামেরার চোখ দিয়ে। যার জীবনে রয়েছে অনেক বিরল ঘটনা। ঐতিহাসিক অনেক কিছুর সঙ্গে জগিয়ে রয়েছে তার ক্যামেরা। আছেন তিনিও।