সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক
আলী আকবর || রাইজিংবিডি.কম
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতির সময় দুই চোরা শিকারিকে আটক করেছে বন রক্ষীরা। সোমবার বিকেলে সুন্দরবনের চরখালী ক্যাম্পের পাজরাফোটা খাল এলাকা থেকে এই দুই চোরা শিকারিকে আটক করা হয়।
আটককৃত দুই চোরা শিকারি হল বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী গ্রামের আবদুল খালেক মৃধার ছেলে মো. সোহেল মৃধা (২২) ও একই উপজেলার কালমেঘা গ্রামের আবদুল লতিফ মুসল্লির ছেলে আসাদুজ্জামান মুসল্লি (৪০)।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ কামাল উদ্দিন আহম্মেদ জানান, বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় চরখালী ক্যাম্পের পাজরাফোটা খাল এলাকা ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতিকালে দুই চোরা শিকারিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। বনরক্ষীরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালাতে চেষ্টা করে। এ সময়ে তাদের আটক করা হয়।
দুই চোরা শিকারির কাছ থেকে ১৫টি হরিণ শিকারের ফাঁদসহ ১০ কেজি নাইলনের রশি, ১টি চাকু, ১টি দা, ২টি প্লাস্টিকের ব্যাগ ও ৮ কেজি পলিথিনের তাবু জব্দ করা হয়।
রাইাজংবিডি/বাগেরহাট/২৫ মে ২০১৫/আলী আকবর/রিশিত
রাইজিংবিডি.কম