ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কলেজ জাতীয়করণের দাবিতে সুজানগরে হরতাল চলছে

শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলেজ জাতীয়করণের দাবিতে সুজানগরে হরতাল চলছে

হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে সোমবার উপজলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

 

এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটি এ হরতালের ডাক দেয়। সকালে হরতালের সমর্থনে পাবনা-সুজানগর প্রধান সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

 

হরতালের কারণে উপজেলার সকল অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালকারীরা উপজেলা প্রশাসনের সব অফিসে তালা লাগিয়ে দেয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ অন্য কর্মকর্তাদের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

এদিন সকাল ১০টায় হরতালের সমর্থনে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

 

কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, একেএম বন্দে আলী, কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আদম লিটন, সাধারণ সম্পাদক মিলন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/পাবনা/২৮ নভেম্বর ২০১৬/শাহীন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ