ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদী হানাদারমুক্ত দিবস আজ

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদী হানাদারমুক্ত দিবস আজ

নরসিংদী প্রতিনিধি : আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদারমুক্ত দিবস।

 

১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে নরসিংদী হানাদারমুক্ত হয়। এ দিনটি নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবের।

 

নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে।

 

১৯৭১ সালে ৯ মাস ধরে জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে পাকবাহিনীর শতাধিক যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন ১১৬ জন বীর সন্তান। এর মধ্যে নরসিংদী সদরে ২৭ জন, মনোহরদীতে ১২ জন, পলাশে ১১ জন, শিবপুরে ১৩, রায়পুরায় ৩৭ জন ও বেলাব উপজেলায় ১৬ জন শহীন হন। এছাড়া বহু মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে নরসিংদী হানাদারমুক্ত হয়।

 

১৯৭১ সালে নরসিংদীর মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশ মাতৃকার ডাকে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিল মুক্তিকামী মানুষ। স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠায় তারা মার্চ থেকেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি শুরু করে। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী পাক হানাদারমুক্ত হয়।

 

নরসিংদীর ৬ উপজেলায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান, প্রাক্তন মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভূইয়া, প্রয়াত সাংসদ আফতাব উদ্দিন ভূইয়া, প্রাক্তন মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু, প্রাক্তন সাংসদ মেজর (অব.) সামসুল হুদা বাচ্চু, প্রাক্তন সাংসদ অধ্যাপক সাহাবুদ্দিন, প্রাক্তন সাংসদ সরদার শাখাওয়াত হোসেন বকুল, প্রাক্তন সাংসদ আব্দুল আলী মৃধা, নেভার সিরাজ উদ্দিন আহম্মেদ, ফজলুর রহমান ফটিক মাস্টার, আজিজুর রহমান ভুলু, মজনু মৃধা, আব্দুল রাজ্জাক ভূইয়া, কাজী হাতেম আলী, প্রয়াত হাজী গয়েছ আলী মাস্টার, প্রয়াত নূরুল ইসলাম কাঞ্চন, আলী আকবর, মো. আমানুল্লাহ, সিরাজুল হক, তাজুল ইসলাম খান, অধ্যাপক মো. ইউনুছ, আব্দুল মোতালিব পাঠান, মীর এমদাদ, মো. নুরুজ্জামান, আব্দুল লতিফ, হাবিবুল্লাহ বাহার, মনছুর আহম্মেদ, আলী আকবর সরকার, নুরুল ইসলাম গেন্দু, বাবর আলী মাস্টার, আবেদ আহমেদ, আব্দুল হাই, সমশের আলী ভূইয়া, মতিউর রহমান মাস্টার, আব্দুল মান্নান খান, তোফাজ্জল হোসেন মাস্টার, বিজয় চ্যাটার্জী ও সাদেকুর রহমান।

 

যুদ্ধকালে বুদ্ধিজীবীদের মধ্যে শহীদ হয়েছেন গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক সুরুজ কুমার অধিকারী, ড. সাদত আলী, মো. শহীদুল্লাহ, মো. সামসুজ্জামান ও মো. ফজলুর রহমান।

 

মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মধ্যে জাতীয় পর্যায়ে খেতাব ভূষিত হয়েছেন নরসিংদীর ৬ জন। তারা হলেন ফ্লাইট লে. শহীদ মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), নেভাল সিরাজ উদ্দিন আহম্মেদ (বীরপ্রতিক), লে. কর্নেল আব্দুর রউফ (বীর বিক্রম), সুবেদার খন্দকার মতিউর রহমান (বীর বিক্রম), বিগ্রেডিয়ার (অব.) এএসএম নুরুজ্জামান (বীর বিক্রম) ও লে. কর্নেল (অব.) নুরুল ইসলাম ভূইয়া (বীর বিক্রম)।

 

এ জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সমুন্নত রাখতে ২০০৫ সালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মিত হয়। তবে নরসিংদী শহরের প্রধান সড়ক গুলো শহীদদের নামে নামকরণ করার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

 

 

 

রাইজিংবিডি/নরসিংদী/১২ ডিসেম্বর ২০১৬/গাজী হানিফ মাহমুদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ