ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ময়মনসিংহে নোট-গাইড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে নোট-গাইড নিষিদ্ধের দাবিতে  মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ‘নোট-গাইড নিষিদ্ধ কর, সৃজনশীল-অনুশীলনমূলক-সহায়ক বই নয়’ দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ ও মাবনবন্ধন করা হয়েছে।

 

সোমবার দুপুরে  বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশব্যাপী জেলা শহরে মানববন্ধনের অংশ হিসেবে ময়মনসিংহের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে  এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে নোট-গাইড নিষিদ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত যথাযথ ‍সিদ্ধান্ত নিতে আহ্বান জানান।

 

এ সময় আগামী ২৭ এবং ২৮ ডিসেম্বর জেলার প্রতিটি পুস্তক ব্যবসা প্রতিষ্ঠানে  ধর্মঘট  পালন করার ঘোষণা  দেন সংগঠনের নেতারা ।  

 

বাপুসের ময়মনসিংহ জেলা শাখার   আহ্বায়ক  আব্দুর রব মোশারফের সভাপতিত্বে  সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন বিশ্বাস, মো. মুত্তালিব, বেলাল হোসেন সরকার, শংকর চক্রবর্তী, মজিবুর রহমান বাবুল, আলী আশরাফ,  লুৎফর রহমান, মীর ইব্রাহীম, টিটু চন্দ প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/২৬ ডিসেম্বর ২০১৬/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সুজন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়