ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘খান সেনাদের সাহায্যকারীও রক্ষা পাবে না’

মো. শরিফুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৩১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খান সেনাদের সাহায্যকারীও রক্ষা পাবে না’

শেরপুর সংবাদদাতা : মুক্তিযুদ্ধের সময় যারা খান সেনাকে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছে, সেই সাহায্যকারীও রক্ষা পাবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চোধুরী।

তিনি আজ শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার লাভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, দোষ প্রমাণ হলেই দোষী ব্যক্তির সাজা হবে। জননেত্রী শেখ হাসিনা পারতেন ফায়ারিং স্কোয়াডে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। তিনি তা করেননি। তিনি বিচারের মাধ্যমে রায় কার্যকর করেছেন।

তিনি বলেন, ‘সরকারের সব ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসছে, তার বড় প্রমাণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সরকার চাইলে এটা নিতে পারত, শেখ হাসিনা তা করেননি।’

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু।  

মন্ত্রী এ সময় দিনব্যাপী উপজেলার ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, দাবা ও ক্রিকেট খেলার উপকরণ বিতরণ করেন।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/শেরপুর/৩১ মার্চ ২০১৭/মো. শরিফুর রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়