ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সোনাগাজীর ৪৪টি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাগাজীর ৪৪টি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর ৪৪টি  আশ্রয়কেন্দ্র ও খুলে দেওয়া স্কুল-কলেজগুলোতে রাতে আশ্রয় নিয়েছিল হাজারো মানুষ।

তবে সকাল সাড়ে ৮টার দিকে সেখানে লোক সমাগম আরো বেড়েছে।

জেলা প্রশাসক মনোজ কুমার রায় জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে প্রশাসন। সার্বিক পর্যবেক্ষণের জন্য চারজন ইউএনও সোনাগাজীতে দায়িত্ব পালন করছেন। সেখানে রেড ক্রিসেন্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দেড় হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। ১৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসন সোনাগাজী সদর, চরচান্দিয়া, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরাও সতর্ক অবস্থায় রয়েছে। গণমাধ্যমকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

সোনাগাজী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, সোনাগাজী সদর, চরচান্দিয়া, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নের ৭টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সঙ্গে দমকা হাওয়াও। রাস্তা ঘাটে মানুষের চলাচল অপেক্ষকৃত কম।



রাইজিংবিডি/ফেনী/৩০ মে ২০১৭/সৌরভ পাটোয়ারী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়