ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে : আইজিপি

মো. জামাল মল্লিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে : আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পুলিশের আইজি বলেন, আপনার জানেন, জঙ্গিরা মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে। তাদের লক্ষ্য সন্ত্রাস সৃষ্টি ও নিরীহ মানুষকে হত্যা করা। জঙ্গির চেয়েও মারাত্মক মাদক। তাই জঙ্গি-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মমতাজউদ্দীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আলী প্রমুখ।



রাইজিংবিডি/শরীয়তপুর/১৭ আগস্ট ২০১৭/জামাল মল্লিক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়