২০টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোল পোর্ট থানার সামনে থেকে সোয়া দুই কেজি ওজনের ২০টি সোনার বারসহ যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২২) ইজিবাইক চালক। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের শহিদুল হকের ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তাদের টহল দল বেনাপোল স্থলবন্দর থানার সামনের রাস্তার ওপর অভিযান চালিয়ে সবুজকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোয়া দুই কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, সবুজকে বেনাপোল পোর্ট থানায় সোনাসহ সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সবুজ মিয়া পুলিশকে জানিয়েছেন, বেনাপোল থেকে এক ব্যক্তি তাকে এই সোনা সাদিপুর পৌঁছে দেওয়ার জন্য দিয়েছে। ওই ব্যক্তির নাম তিনি জানেন না। কথা ছিল, সাদিপুর সীমান্তে গেলে মালিকের লোক সোনা নিয়ে যাবে।
রাইজিংবিডি/যশোর/৪ ফেব্রুয়ারি ২০১৮/বিএম ফারুক/বকুল
রাইজিংবিডি.কম