চট্টগ্রামে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে নগরীর দামপাড়া ওয়াসা মোড় এলাকা থেকে এই অভিযান শুরু করা হয়।
অভিযানের প্রথম দিনে ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট শান্তা রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিট্রেট শান্তা রহমান রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম নগরীতে চলাচলকারী ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযানের প্রথম দিনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭টি মামলা এবং ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও ম্যাজিট্রেট জানান।
রাইজিংবিডি/চট্টগ্রাম/৩১ জুলাই ২০১৮/রেজাউল/শাহেদ
রাইজিংবিডি.কম