অস্ত্রসহ রুহুল বাহিনীর প্রধান গ্রেপ্তার
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ রুহুল সর্দার (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি চরাঞ্চলের রুহুল বাহিনীর প্রধান।
আজ বুধবার দুপুরে রুহুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের মুন্তাজ সর্দারের ছেলে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনীর প্রধান রুহুল তার সহযোগীদের নিয়ে হোসেনাবাদ বাজার মসজিদের সামনে অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় রুহুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। রুহুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, চরাঞ্চলের লালচাঁদ বাহিনীর প্রধান লালচাঁদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর সন্ত্রাসী রুহুল নিজ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।
রাইজিংবিডি/কুষ্টিয়া/০১ আগস্ট ২০১৮/কাঞ্চন কুমার/বকুল
রাইজিংবিডি.কম