ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গোপালগঞ্জে নির্বাচনী ব্যানার-বিলবোর্ড অপসারণ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে নির্বাচনী ব্যানার-বিলবোর্ড অপসারণ

গোপালগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী গোপালগঞ্জ জেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের পক্ষে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন প্রচারণার বিল বোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গোপালগঞ্জের তিনটি নির্বাচনী এলাকার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেন।

গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদৎ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেছি। অনেক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ আইনের প্রতি সম্মান দেখিয়ে নিজেরাই অপসারণ করেছে। এরপরও যদি কোথাও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দেখা যায় তাহলে সেগুলোও খুলে ফেলা হবে।’

 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৯ নভেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ