ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রায় অর্ধশত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, ‘সরকারের নির্দেশক্রমে টাঙ্গাইলের পার্ক বাজারে যে সব অবৈধ দোকানপাট রয়েছে তাদেরকে আমরা চার থেকে পাঁচবার লিগ্যাল নোটিশ দিয়েছি। কিন্তু  নেটিশ দেওয়ার পরেও তারা তাদের দোকানগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যায়নি। মঙ্গলবার অভিযান চালিয়ে সেখানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। আমাদের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৪ ডিসেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়