ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনা-১ আসনে হঠাৎ করেই বদলে গেছে নির্বাচনী আবহ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা-১ আসনে হঠাৎ করেই বদলে গেছে নির্বাচনী আবহ

পঞ্চানন বিশ্বাস, আমীর এজাজ খান ও সুনীল শুভ রায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা: দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে হঠাৎ করেই যেন বদলে গেছে নির্বাচনী আবহ।

গত ছয় দিনে নির্বাচনী তৎপরতার শুরুতেই মনে হচ্ছিল প্রতিদ্বন্দ্বিতা হবে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীর মধ্যে। এরই মধ্যে সেখানে জুড়ে বসেছে জাতীয় পার্টি, সিপিবি ও ইসলাম আন্দোলন বাংলাদেশ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি থেকে সুন্দরবনের পাদদেশ পর্যন্ত পরিধি খুলনা-১ আসনের। দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার ১৬টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়েই এ আসন। আসনটি হিন্দু অধ্যুষিত।

১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে শেখ হারুনুর রশীদ ৩২ হাজার ৬৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী শেখ আবুল হোসেন নির্বাচিত হন। এরশাদ শাসনামলে  ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে শেখ হারুনুর রশীদ ৪৪ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম নূরুল ইসলামের প্রাপ্ত ভোট ১৪ হাজার ২০৩। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ৬২ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিবি’র অচিন্ত্য বিশ্বাসের প্রাপ্ত ভোট ২৪ হাজার। শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী পঞ্চানন বিশ্বাস নির্বাচিত হন। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে পঞ্চানন বিশ্বাস ৭৫ হাজার ৫৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খানের প্রাপ্ত ভোট ৪৭ হাজার ৫২৩। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ননী গোপাল মন্ডল ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খানের প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৪২০। সর্বশেষ ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে পঞ্চানন বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন।

এবারের নির্বাচনে এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত পঞ্চানন বিশ্বাস, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির আমীর এজাজ খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ইসলামী আন্দোলনের মাওলানা আবু সাঈদ ও সিপিবি’র অশোক কুমার বিশ্বাস।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ক্ষমতা হারানোর পর এ আসনে জাতীয় পার্টির উল্লেখযোগ্য সাফল্য নেই। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু সাঈদ ৫ হাজার ৭৪৬ ভোট পেয়ে জামানত হারান।

দু’ উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে সিপিবি’র সমর্থক সংখ্যা ২০ হাজারেরও ওপরে। ’৯১ ও ’৯৬’র নির্বাচন তাই প্রমাণ করে।

গত ১০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে। এ আসন এলাকায় গত ছয় দিনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনী এলাকার চালনা বাজার, বাজুয়া, নলিয়ান, বারোআড়িয়া ও বটিয়াঘাটা সদরের হাটে দফায় দফায় গণসংযোগ হচ্ছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের অর্ধেকের বেশি ভোট হলেও খুলনা নগরীর পাশ্ববর্তী জলমা ইউনিয়নে নতুন বসতিদের মধ্য থেকে ভোটার সংখ্যা বেড়েছে। বিএনপি প্রার্থী এ সুযোগ কাজে লাগাতে চান।

অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু সাঈদ স্থানীয় সাংবাদিকদের জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটারদের কাছ থেকে তিনি অনুকূল সাড়া পাচ্ছেন।

জাপা’র প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় শুক্রবার নির্বাচনী এলাকায় পৌঁছেন। তার ভাষ্য, দলীয় ইমেজ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বড় একটি অংশের সমর্থন তিনি পাবেন।

বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস জানান, সম্প্রতি অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের সকল স্তরের নেতা-কর্মী তাকে সমর্থন দিয়েছেন। এ আসন আওয়ামী লীগের ঘাঁটি। ফলে তার বিজয় নিশ্চিত বলে তিনি আশাবাদী।

বিএনপি’র প্রার্থী আমীর এজাজ খান জানান, মানুষ পরিবর্তন চায়। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশাবাদী।

উল্লেখ্য, এ আসনের ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে ভোটার সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৩৩৫জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ২৯ হাজার ৪৬২জন এবং নারী ১ লাখ ২৯ হাজার ৮৭৩জন।

 

 

 

রাইজিংবিডি/খুলনা/১৯ ডিসেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়