ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পঞ্চম দিনের মতো সড়কে শ্রমিকরা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চম দিনের মতো সড়কে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের অবস্থানের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল থেকেই কালশী, শেওড়াপাড়ার মূল সড়কে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে সরিয়ে দিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারী শ্রমিকরা অভিযোগ করে বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। বেতন যেমন কম, তেমনি নিয়মিত দেন না অনেক মালিক।

শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-বিমানবন্দর সড়ক বন্ধ হয়ে পড়েছে। আশপাশের রাস্তায়ও যান চলাচল বন্ধ। এ কারণে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়