‘আপিল বিভাগের রায়ের পর জামায়াত নিষিদ্ধে বিল’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সংসদের আগামী অধিবেশনে এ রকম (জামায়াত নিষিদ্ধ) কোনো বিল উঠবে না। আপিল বিভাগের রায় আমরা আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে পাওয়ার আশা করছি। আপিল বিভাগের রায়ের কারণেই আমরা এ আইনটি অতীতে করি নাই।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তায় ‘ট্রাফিক সেবা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াত নিষিদ্ধে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নীতিগত নিদ্ধান্ত আগে থেকেই এটাকে নিষিদ্ধ করার। কারণ তারা যুদ্ধাপরাধী দল। তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হয়তো সংসদের পরবর্তী অধিবেশনে জামায়াত নিষিদ্ধের ব্যাপারটি আসবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব দেবনাথ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, ডিসি ট্রাফিক কে.এম আরিফুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ প্রমুখ।
রাইজিংবিডি/ গাজীপুর / ২৯ জানুয়ারি ২০১৯/ হাসমত আলী/শাহেদ
রাইজিংবিডি.কম