ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মোটসাইকেলের চালক ও অন্য আরোহীরও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শনিবার থেকে মোটরসাইকেল আরোহীরা হেলমেট না পড়লে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা করা হবে বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান মোটরসাইকেল আরোহী ও চালকের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘোষণা আজ শনিবার থেকে সমগ্র চট্টগ্রাম মহানগরীতে কার্যকর হয়েছে। এই নির্দেশনা কার্যকর করতে নগরীর সর্বত্র দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপ প্রতিষ্ঠান ‘উবার’ ও ‘পাঠাও’ কর্তৃপক্ষের সঙ্গে সভা করে এই নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, রাইড শেয়ারিং-এ কেউ যদি হেলমেট পড়তে না চান তাহলে তাদের রাইড না দিতে নির্দেশনায় বলা হয়েছে। কেউ মোটরসাইকেলের যাত্রী হয়ে হেলমেট না পড়লে মোটরযান আইন, ১৯৮৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নগর ট্রাফিক বিভাগ জানিয়েছে।
 



রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়