ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশ লাইন্সে নেয়া হয়েছে মিন্নিকে

রুদ্র রোহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ লাইন্সে নেয়া হয়েছে মিন্নিকে

বরগুনা সংবাদদাতা : বরগুনায় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে আসে পুলিশ।

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিন্নি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। মামলার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে। আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আটক বা গ্রেপ্তার কোনোটিই নয়, মামলার বিষয়ে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে।

মিন্নির চাচা আবু সালেহ রাইজিংবিডিকে জানান, এক আসামি গ্রেপ্তার হয়েছে। তাকে সনাক্তকরণের জন্য মিন্নিকে বাসা থেকে নিয়ে এসেছেন পুলিশ সুপার।

বর্তমানে মিন্নি বরগুনা পুলিশ লাইন্সের ভিতরে অবস্থান করছেন। এর বাইরে বেশি কিছু পুলিশ গণমাধ্যমকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে।


রাইজিংবিডি/বরগুনা/১৬ জুলাই, ২০১৯/রুদ্র রোহান/লাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়