ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বান্দরবানের সড়ক যোগাযোগ চালু

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানের সড়ক যোগাযোগ চালু

বান্দরবান সংবাদদাতা: বুধবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

১২দিনের টানা বর্ষণে প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বান্দরবান-চট্টগ্রামের সড়ক যোগাযোগ।

বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, গত ৮ দিন ধরে জেলার সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ বুধবার সকাল থেকে চালু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান কেরাণীহাট সড়কের বাজালিয়ার বড়দোয়ার এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় গত ৯ জুলাই থেকে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ১৯৯৭ সালের পর বান্দরবানে এই ধরণের ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। বন্যার কারণে তিনদিন জেলায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকে। জেলায় বিশুদ্ধ জলের তীব্র সঙ্কট দেখা দেয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্য পণ্যের দাম তিন থেকে চারগুণ বেড়েছে।

 

রাইজিংবিডি/বান্দরবান/১৭ জুলাই ২০১৯/ এস বাসু দাশ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়