ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

রিফাত হত্যার পরবর্তী শুনানি ১৪ আগস্ট

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিফাত হত্যার পরবর্তী শুনানি ১৪ আগস্ট

বরগুনা প্রতিনিধি : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় পরবর্তী শুনানি ১৪ আগস্ট।

আলোচিত এ হত্যা মামলায় বুধবার আসামিদের আদালতে হাজিরার দিন ছিল। আজ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

সকাল থেকেই বরগুনা জ্যেষ্ঠ বিচারিক আদালত প্রাঙ্গনে ছিল আসামির স্বজনদের ভিড়। বেলা ১১টার দিকে কড়া নিরপাত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে আদালতে নিয়ে আসে পুলিশ। আদালত ১৪ অগাস্ট এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। গ্রেপ্তার প্রত্যেকেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন, রাব্বি আকন, হাসান, ওলি ও টিকটক হৃদয় এজাহারভুক্ত আসামি।  এ ছাড়া, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবন, রাফিউল ইসলাম রাব্বি, নাজমুল হাসান, রাতুল সিকদার, আয়েশা সিদ্দিকা মিন্নিকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আাসামি রিফাত হাওলাদারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 


রাইজিংবিডি/ বরগুনা/৩১ জুলাই ২০১৯/রুদ্র রুহান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়