ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

অস্ত্র-মাদকসহ নারী গ্রেপ্তার

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্র-মাদকসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় ফিরোজা বেগম (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ফিরোজাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে বাঘার আড়ানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজা বেগম বাঘার আড়ানী এলাকার রাসেল আহম্মেদ ফিরোজের স্ত্রী।

পুলিশের দাবি, এই নারীর কাছ থেকে ১২ রাউন্ড তাজা গুলি, একটি রামদা, ১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, মাদক এবং অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রাসেল পালিয়ে যান। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। এ কারণে ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় ফিরোজার বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দু’টি মামলা করা হয়েছে। মামলায় ফিরোজার স্বামী ফিরোজকে পলাতক আসামি করা হয়েছে। ফিরোজাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রাইজিংবিডি/রাজশাহী/৩১ আগস্ট, ২০১৯/তানজিমুল হক/বুলাকী                                                                            

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়