ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জিএম কাদেরকে মানেন না তারা গঠনতন্ত্র বিরোধী’

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জিএম কাদেরকে মানেন না তারা গঠনতন্ত্র বিরোধী’

কক্সবাজার প্রতিনিধি: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজি ফিরোজ রশিদ এমপি বলেছেন, চট্টগ্রাম বিভাগের ১৯ জেলার নেতা-কর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে পার্টি সাথে ঐক্যবদ্ধ। পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদ জীবনকালে পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে বিতর্কের অবকাশ নেই। যারা এ নিয়ে বিতর্ক করছেন তারা গঠনতন্ত্র মানেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার মোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজি ফিরোজ রশিদ বলেন, প্রয়াত এইচএম এরশাদ জিএম কাদেরকে লিখিতভাবে চেয়ারম্যান করেছেন। যা গঠনতন্ত্র মোতাবেক হয়েছে। গঠতন্ত্র অনুযায়ী দায়িত্বরত চেয়ারম্যান যাকে হস্তান্তর করবেন তিনিই চেয়ারম্যান হবেন।

তিনি বলেন, ১৬ জন সংসদ সদস্যের সম্মতি নিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রস্তাব করা হয়। এটা সবার মতামত রেখে এ প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, যারা বিরোধিতা করছে তারা জাতীয় পার্টির শক্র। কারণ তারা বারবার জাতীয় পার্টিকে বিতর্কে ফেলছে। জিএম কাদেরের নেতৃত্ব চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি সমর্থন করে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফি, কেন্দ্রীয় নেতা মুহিবুল্লাহ, অ্যাডভোকেট মো. তারেক, মাস্টার মনঞ্জুর আলম, নাজিম উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের শীর্ষ নেতারা।


রাইজিংবিডি/কক্সবাজার/৫ সেপ্টেম্বর ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ