ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বউ-শাশুড়ির

আল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বউ-শাশুড়ির

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎস্পর্শে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।

এরা হলেন- মেঘারকান্দি গ্রামের গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস ও তার পুত্র রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস। সোমবার বিকেলে মেঘারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেঘারকান্দি গ্রামে নিজ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ তার ছিড়ে ঘরের গ্রিলে পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পর্শ হয়ে চিৎকার দেন। শাশুড়ির চিৎকার শুনে পুত্র রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শাশুড়িকে রক্ষায় এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন।

এ সময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায়  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


রাইজিংবিডি/সুনামগঞ্জ/৯ সেপ্টেম্বর ২০১৯/আল আমিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়