ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

বাঁধ মেরামত না হওয়ায় ১০ গ্রামবাসীর দুর্ভোগ

হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বাঁধ মেরামত না হওয়ায় ১০ গ্রামবাসীর দুর্ভোগ

রাস্তার নাম সাটিয়াজুরী-কুনাউড়া-শ্রীবাড়ি। এটি জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে অবস্থিত।

এ রাস্তাটি দিয়ে কুনাউড়া, টিলাগাঁও, সাটিয়াজুরী, শ্রীবাড়ি, দারাগাঁও, চাঁন্দেরটিলা, দৌলতপুরসহ ১০টি গ্রামের লোকজন ও সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, কুনাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালাপুর মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।

সম্প্রতি এ রাস্তার কৃষ্ণপুর-কুনাউড়া গ্রামের মধ্যেবর্তী স্থানের করাঙ্গী নদীর বাঁধ ভেঙ্গে যায়। এরপর গ্রামবাসী মিলে ভাঙ্গা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করেন। এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে গ্রামবাসী ও শিক্ষার্থীরা চলাচল করছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুনাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এমএ মান্নান রাইজিংবিডিকে বলেন, ‘ভাঙ্গা বাঁধ পারাপার হতে স্কুল শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। যেকোন সময়ে শিশুরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে।’

শিক্ষার্থী রুবিনা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘স্কুলে যেতে ভয় লাগে। ভাঙ্গা সাঁকো দিয়ে পাড় হতে গিয়ে হাড় ভেঙ্গে যাবে এই ভয় কাজ করে।’

আব্দুর রহিম মাস্টার রাইজিংবিডিকে বলেন, ‘প্রত্যেক বছরই এ স্থানে ভেঙ্গে গিয়ে বিস্তর এলাকা প্লাবিত হয়। তার সাথে স্কুলগামী শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলে বিরাট সমস্যা দেখা দেয়।’

কৃষক লেবু মিয়া সরকার ও লিটন মিয়া বলেন, ‘বাঁধ ভেঙ্গে ফসলের বিরাট ক্ষতি করেছে। এভাবে বাঁধ নির্মাণ করলে চলবে না। পরিকল্পনা মাফিক মেরামত করে স্থায়ী সমাধান করতে হবে।’

সমাজসেবক কাজী মাহমুদুল হক সুজন রাইজিংবিডিকে বলেন, ‘বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। তিনি দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেছেন। গত বছর বাঁধ ভেঙ্গে গেলে জেলা প্রশাসক মহোদয় বরাদ্দ প্রদান করেন। এতে বাঁধটি মেরামত হয়েছে। এবার আবারো বাঁধটি ভেঙ্গে বিস্তর ফসলের মাঠ প্লাবিত করেছে। এ কারণে কৃষকের বিরাট ক্ষতি হয়েছে। তার সাথে গ্রামবাসী ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।’

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, ‘বরাদ্দ সাপেক্ষে সঠিক পরিকল্পনা মাফিক বাঁধ মেরামত হয়। এ ব্যাপারে কোন প্রকারের অবহেলা করা হচ্ছে না।’



হবিগঞ্জ/মোঃ মামুন চৌধুরী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়