ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

নদী রক্ষার দাবিতে কীর্তনখোলা তীরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদী রক্ষার দাবিতে কীর্তনখোলা তীরে মানববন্ধন

বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী রক্ষার দাবিতে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের ব্যানারে মানববন্ধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদযাপন পর্ষদের আহ্বায়ক সুরঞ্জিত দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদারসহ অন‌্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধ; নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা এবং নদীর নাব্যতা রক্ষার দাবি জানান।


বরিশাল/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়