ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

ইলিশ ধরা নিয়ে সংঘর্ষে জেলে নিহত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশ ধরা নিয়ে সংঘর্ষে জেলে নিহত

বরগুনার বেতাগীতে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষে বাবুল (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেতাগী সদর ইউনিয়নে ঝোপখালি গ্রামের বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঝোপখালি এলাকার মনির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ ধরা নিয়ে বাবুলের সাথে রিপন নামের এক জেলের ঝগড়া হয়। একপর্যায়ে রিপন বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে সে নদীতে পরে যায়। পরে সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শিকনি নামের একজনকে আটক করা হয়েছে। ঘাতক রিপনকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


বরগুনা/রুদ্র রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়