ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওলামা লীগের সভাপতিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওলামা লীগের সভাপতিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের ভাদুঘর ফাটা পুকুরপাড় হাইস্কুল সংলগ্ন গ্লোবাল ভিশন ট্রাভেলস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- জেলা ওলামা লীগের সভাপতি ভাদুঘর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মনির খাঁন (৪৫) ও তার সহযোগী একই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে মো. মাসুদ উল্লাহ (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আবু নায়হান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম।


ব্রাহ্মণবাড়িয়া/মো. মাইনুদ্দীন রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়