ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় পুনরায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শনিবার ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে মালবাহী তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি  কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি লাইন থেকে সরিয়ে লাইন মেরামত করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

 

কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়