ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাবিতে র‌্যাগিং বন্ধে গণরুমে বসছে সিসি ক্যামেরা

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে র‌্যাগিং বন্ধে গণরুমে বসছে সিসি ক্যামেরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও র‌্যাগিং বন্ধ করতে আবাসিক হলের করিডোর, কমনরুম এবং গণরুমে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসি টিভি ক্যামেরা) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘র‌্যাগিং, সিনিয়র জুনিয়র সম্পর্ক তৈরির নামে গণরুম- গেস্টরুমে ম্যানার শেখানো, জোরপূর্বক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণসহ নানাবিধ অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। র‌্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রাধ্যক্ষ এবং রেজিস্ট্রারকে ক্ষমতা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে গত রোববার অনুষ্ঠিত প্রাধ্যক্ষ কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এর মধ্যে রয়েছে- ‘প্রাধ্যক্ষ কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে র‌্যাগিং পর্যক্ষেণ ও প্রতিরোধকল্পে চারটি কমিটি গঠন। এই কমিটি যে কোনো সময় হল পরিদর্শন করতে পারবে এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকগণ এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবেন।’

‘এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে র‌্যাগিংসহ, ম্যানার শেখানো রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করা ‘ঠেকাতে’ সকল আবাসিক হলের করিডোর, কমনরুম এবং গণরুমে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ লক্ষ্যে প্রতি হলের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক বশির আহমেদ।

এ ব্যাপারে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রভোস্ট কমিটির একটা বৈঠক হয়েছে। সেখানে শিক্ষকরা নিজেদের উপস্থিতি ও পর্যবেক্ষণের মাধ্যমে র‌্যাগিং নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। বিভাগের ছাত্র উপদেষ্টাদের এই ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। র‌্যাগিংয়ের ঘটনা কিছু গোপনেও ঘটছে। তবে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। হলগুলোর করিডোর, কমনরুম ও গণরুমের সামনে দরজায় সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণরুমে কে ঢুকছে এসব তথ্য আমরা নেব।’

 

সাভার, ঢাকা/সাব্বির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়