ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

পাহাড়ের পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে বিশেষসভা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়ের পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে বিশেষসভা

রাঙামাটিতে তিন পার্বত্য জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বরাষ্টমন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহম্মেদ, চট্টগ্রাম বিভাগের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ উপস্থিত ছিলেন। 

সভায় তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাঙামাটি/বিজয় ধর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়