ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোলায় সংঘর্ষ: ৫ হাজার জনকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় সংঘর্ষ: ৫ হাজার জনকে আসামি করে মামলা

ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোলা জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। রোববার দুপুরে সংঘর্ষের পর আশপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়েছে। বোরহানউদ্দিনে মোতায়েন করা হয়েছে বিজিবি।

প্রসঙ্গত, এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রোববার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

 

ভোলা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়