ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ, বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ, বাস চলাচল বন্ধ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোলা জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা শহরে বিজিবি, র‌্যাব, পুলিশ টহল অব্যাহত রয়েছে।

এদিকে ভোর থেকে জেলা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।’

প্রসঙ্গত, এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রোববার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।
 

পড়ুন :


ভোলা/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়