ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজমপুর টানপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে পা হারানো ফুলচান বেগম (৮০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে৷

রোববার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পা হারান ওই বৃদ্ধা। ফুলচান আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মৃত কমল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর-টানপাড়া রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান ফুলচান বেগম। ট্রেনের নিচে কাটা পড়ে ফুলচানের ডান পা কাটা পড়ে। এতে ওই বৃদ্ধার ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়। স্থানীয় লোকজন আহতাবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়।

নিহতের নাতি আব্বাস মিয়া জানান, তার নানি কানে কম শুনতেন। এই কারণে হয়তো পেছন থেকে ট্রেন আসার শব্দ শুনতে পাননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান বলেন, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ওই রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।


ব্রাহ্মণবাড়িয়া/রুবেল/নাসিম/বুলাকী 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়