ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হোসেনপুরে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসেনপুরে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদীতে আহাম্মদ ফকির নামে কথিত এক কবিরাজের কবর ঘিরে বাৎসরিক মেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১১টায় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে উপজেলার রামপুর বাজারে মানববন্ধন করা হয়। এতে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের লোক অংশ নেন।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল বাছীর সাদী। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষক বক্তৃতা করেন।

বক্তারা বলেন, কতিপয় ব্যক্তির যোগসাজশে কথিত আহাম্মদ কবিরাজের নামে পুমদী গ্রামে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সেখানে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম, জুয়ার আসর, মাদকের আড্ডা, ইভটিজিংসহ নানা অপকর্ম হয়। এলাকার লোকজনের প্রতিবাদের মুখে তিন বছর ধরে মেলা বন্ধ থাকলেও কতিপয় ব্যক্তি নিজেরা আর্থিকভাবে লাভবান হতে আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে মেলা বন্ধের লিখিত আবেদন করা হয়েছে।


কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়