ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ৩

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে উতরাইল বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী সোলেমা খাতুন (৩৫), শিমুলতলা গ্রামের আবদুল কুদ্দুস (৪৫) ও ইন্দ্রপুর গ্রামের নুরু মিয়া (৩৮)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নেত্রকোনার জারিয়া থেকে একটি ইজিবাইকে করে চারজন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাক উতরাইল বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ইজিবাইককে চাপা দেয়। এতে চার যাত্রীই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদেরকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। পথে সোলেমা খাতুন, আবদুল কুদ্দুস ও নুরু মিয়া মারা যান।

এ নিয়ে গত ১০ মাসে ওই সড়কে শুধু বালুবাহী ট্রাকের চাপায় অন্তত ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন স্কুলছাত্র।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ট্রাকচাপায় আহত তিনজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।


নেত্রকোনা/ইকবাল হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়