ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৯ এমপি মাদারীপুর সফরে

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ এমপি মাদারীপুর সফরে

মাদারীপুরে বসে সংসদ সদস্যদের মিলন মেলা। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের আমন্ত্রণে মাদারীপুরে যান জাতীয় সংসদের ১৯ সদস্য।

শনিবার সারা দিন মাদারীপুরের শিবচরের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশ নেন। এ সময় শিবচরের পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তারা।

সেখানে যান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, তাজুল ইসলাম এমপি, ডা. আ ফ ম রুহুল হক এমপি, সামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি, মো. ফখরুল ইসলাম এমপি, নাহিদ ইজহার খান এমপি, রাজি মো ফখরুল এমপি, সূবর্ণা মুস্তফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনাম বেগম এমপি, আদিবা আনজুম মিতা এমপি, মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।

জাতীয় সংসদের এই প্রতিনিধিদল সকালে চিফ হুইপ নূর ই-আলম চৌধুরীর নিজ গ্রামে তার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। সারা দিন বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলে ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এক অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শিবচর আসার পথে তার যে বিষয়টি দৃষ্টি কেড়েছে, সেটা পদ্মাসেতু নির্মাণ। নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বেলাল রিজভী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়