ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে মাছের ঘেরে বিষ

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে মাছের ঘেরে বিষ

মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে রোববার রাতে মাছের ঘেরে বিষ দেয়া হয়েছে। এতে কয়েক লাখ টাকার মাছ মরে গেছে।

উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামের শাহ আলম সরদার শিকারমঙ্গল বিলের জমি কৃষকের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করেন। গভীর রাতে কে বা কারা ঘেরে বিষ দেয়। এতে মাছ মরে ভেসে ওঠে।

শাহ আলম দাবি করেন, বিষ দেয়ার তার পাঁচ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। তিনি একই গ্রামের আজিজুল বেপারির নাম দিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আজিজুল বেপারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি। শাহ আলম সরদার বলেন, ‘‘আমি মাছ চাষ করে সংসার চালাই। এখন আমার কীভাবে চলবে?’’

কালকিনি থানার (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


বেলাল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়