ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট

আগামী বৃহস্পতিবার সরস্বতী পূজা। তাই গোপালগঞ্জ শহরের গোহাট সার্বজনীন কালিবাড়িসহ জেলার অন্তত ৩০টি স্থানে জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট।

এসব হাটে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর অবয়বে তৈরিকৃত সরস্বতী প্রতিমা। জেলার বাড়ি-বাড়ি, স্কুল-কলেজ ও বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত সরস্বতী পূজায় ব্যবহৃত হবে এসব প্রতিমা।

প্রতিবছরের মতো এ বছরও গোহাট সার্বজনীন কালিবাড়িতে জেলা শহরের সবচেয়ে বড় প্রতিমার হাট বসেছে।

প্রতিমা বিক্রি হচ্ছে নানা দামে। আড়াইশ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে একেকটি প্রতিমার দাম। যে যার পছন্দ আর সাধ্যানুযায়ী প্রতিমা কিনছেন। শুধু প্রতিমাই নয় এ হাটে বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণও।

অন্যদিকে সরস্বতী পূজা জাঁকজমকভাবে করতে মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জ্বার কাজ। সংশ্লিষ্ট সড়কগুলোতেও করা হয়েছে আলোকসজ্জ্বা।

প্রতিমা কিনতে আসা নমিতা লোপা সুশান্ত জানালেন, প্রতি বছরের মত এ বছরও বাড়িতে সরস্বতী পূজা করবেন তারা। সেজন্য গোহাট সার্বজনীন কালিবাড়িতে প্রতিমা কিনতে এসেছেন।

প্রতিমা বিক্রি হবে আগামী বুধবার (২৯ জানুয়ারি) রাত পর্যন্ত।

 

বাদল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়