ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় স্কেলে বেতন দাবিতে গ্রাম পুলিশের মহাসমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৩১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় স্কেলে বেতন দাবিতে গ্রাম পুলিশের মহাসমাবেশ

জাতীয় বেতন কাঠামোর আওতায় সংযুক্ত করার দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি সমাবেশের আয়োজন করে।

শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের এক নম্বর গেটের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোপালগঞ্জ শাখার সভাপতি আমানত বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ নাসের, অর্থ সম্পাদক বিশ্বনাথ বিশ্বাস, নেতা লাল চাঁদ মিয়া বক্তব্য রাখেন।

বক্তরা জাতীয় বেতন কাঠামোর আওতায় তাদের সংযুক্ত করার দাবি জানান। এ কর্মসূচিতে সারা দেশ থেকে আগত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।

সমাবেশ শেষে তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।


বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়