ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরো ৩ পপিক্ষেত ধ্বংস করলো যৌথবাহিনী

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো ৩ পপিক্ষেত ধ্বংস করলো যৌথবাহিনী

বান্দরবানের রুমা উপজেলায় আরো ৩ টি পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী।

শনিবার ভোরে লেফটেন্যান্ট তানজিমুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ টহল দল তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালায়। সে সময় ১ একর জমিতে চাষ করা ৩টি পপি ক্ষেত আগুনে পুড়িয়ে দেয়া হয়। অবশ্য কাউকে গ্রেপ্তার করা হয় নি।

লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর জানান, পপি চাষ রুখতে সেনা, আনসার ও পুলিশের এ ধরনের  যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২৮ জানুয়ারি একই উপজেলার ¤্রােক্ষিয়াং ঝিড়ি এলাকায় ৫ একর জমির পপি ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী। তখন এক চাষীকে আটক করা হয়েছিলো।

উল্লেখ্য, চাষীরা বেশি লাভের প্রত্যাশায় বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার দূর্গম এলাকায় পপি চাষ করে থাকেন। পপি থেকে মাদক আফিম তৈরী করে বিভিন্ন দেশে পাচার করার অভিযোগ রয়েছে।

 

বান্দরবান/বাসু/উদয়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়