ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিরোজপুরে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিরোজপুরে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান

পিরোজপুর শহরে কোচিং সেন্টারের বিরুদ্ধে বুধবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস ও অপ্রীতিকর অবস্থা এড়াতে দেশের সব কোচিং সেন্টার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ ভূঞা ও মো. শাহীন মিয়া শহরের মধ্যরাস্তা, আদর্শপাড়া, উকিলপাড়া, রাজারহাট, কলেজ রোড, শিকারপুর, কালিবাড়ী সড়ক, সিআইপাড়া, নড়াইলপাড়া, বসন্তপুল সড়কের বিভিন্ন কোচিং সেন্টারে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয় কোচিং সেন্টারে অভিযান চালায়। যে সব কোচিং সেন্টার খোলা পাওয়া যায়, তা বন্ধ করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ ভূঞা জানান, পিরোজপুরে বেশ কিছু কোচিং সেন্টার মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে খোলা কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

এখন থেকে জেলা প্রশাসন পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হবে বলে জানান তিনি।  


কুমার শুভ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়